এখানে এভাবেই
এখানে এভাবেই মানুষের দর্গায়
রাত্রি নামে, বাঁকল খসে, জাগে
মন...
এখানে এভাবেই কাপলের সংসারে
চাঁদ নামে, নামে পাপ, আসে
বিলোড়ন
এখানে এভাবেই নরোম টিলায়
ফুটে ওঠে হাসি, বেজে ওঠে
মুখ
এখানে এভাবেই আসে ডাবের
শীর্ষে
গোঁফেদের চঞ্চু, বেজে ওঠে
ঝিনুক
এখানে এভাবেই ফোটে যাত্রার
ঢঙ
ঝরে পড়ে কিষানীর চিবুকের
ঘাম
এখানে এভাবেই ছনের ঘরে
কাঁদে
ছডাহীন বুড়ো, রহিলাদের গ্রাম…
এখানে এভাবেই বিষাদ ঝরে
ভরে ওঠে অমানিশির পেট
এখানে এভাবেই বয়ে যায়
খুঁড়ে খুঁড়ে
কাছিমের জীবন, ফসলের ক্ষেত…
এখানে এভাবেই তন্ত্রলিপি জাগে
জাগে ধর্মসুরের বাঁশি, ক্ষুধার আগুন
এখানে এভাবেই ওঠে খানকা-মাজার
ওঠে মসজিদ, প্যাগোডা, লালসালুর ফাগুন…
এখানে এভাবেই আটপৌরে জীবন
রোদ পোহায় শীতের ভোরে
এখানে এভাবেই দুস্ত রহিলারা
ত্রিভুজ বেচে বাঙ্গির বাঁওড়ে
এখানে এভাবেই খালপাড়ে ভেল
পাতে
জেলেপাড়ার বুড়ো হযরত ফকির
এখানে এভাবেই মাছি ওড়ে
ভনভনিয়ে
কিষানীর সরু পা মাড়ায়
শিশির
এখানে এভাবেই ধুলার শিশুরা
চরকা ঘুরায়
ঘুরায় লাটিম, লৌহরিং; খেলে সাতচারা, হা-ডু-ডু
এখানে এভাবেই ফ্রক পরে
কানামাছি খেলে
উদ্দাম মেয়েরা, জাগে চরবালি
ধূ-ধূ...
এখানে এভাবেই বিলের নরম
মাঠে
হুল্লোড় করে নেংটা ছোকরার
দল
এখানে এভাবেই গাঙচিল নামে
গাঙের তীরে, কেঁপে ওঠে
ঘোলা জল
এখানে এভাবেই পোড়ে দুপুরের
রোদে
কিষানীর ছায়া... কাঁচকির গুঁড়া...
এখানে এভাবেই মাচায় মাচায়
ঝোলে
সতেজ সবুজ ধুন্দুল, চিচিঙ্গা, লাউরা...
এখানে এভাবেই আসে ফকির
দরবেশ
জমে আসর অমাবস্যার মধ্যরাতে
এখানে এভাবেই চলে ভাড়ের
মধ্যে
ঝাঁড়-ফুঁ নালিশ... ফকিরের হাতে
এখানে এভাবেই রক্তের কালিতে
চিরকুট লেখে প্রেমিক-প্রেমিকা
এখানে এভাবেই ডিঙি করে
শাপলা তোলে গাঁয়ের বালক-বালিকা
বিরামবেদনা
এইসব মুদ্রার ভেতর গুটিয়ে
আছ
ঠিক আমের আঁটির মতো
কার অপেক্ষায়, তাহোনি?
কিসের আশায়?
জানি, হাওয়ায় দোলছে যে
বেণী
সেও নিশ্চয়ই কুকুর বানাতে
পারে;
নিপুণ টুপির ইশারাদৃশ্যও
বানাতে পারে এক দক্ষ
অনুচর!
তবু রমিত হতে কার
না ইচ্ছে হয়, বলো—
বসন্তের এমন নিরব কোটরে;
এই-যে
ফুটে আছে খোদাইচিত্র
লতানো দেহের সম্মুখে পশ্চাতে,
কার না ইচ্ছে হয়
হাত বুলাতে
জলপতনের বাজনা শুনতে!
এই-যে
ফুটছে অষ্টাঙ্গে মৃদু আঁচ
গুটিয়ে যাচ্ছি এখানেই, তবু
আমাদের মাঝে এক আকাশ
দণ্ডায়মান;
তবু পাতায় সুর তোলতে
চাও এভাবেই
তবু কার অপেক্ষায় এই
ক্ষুধার্ত আঁচিল?
কার অপেক্ষায়, তাহোনি?
কীসের আশায়?
(চিত্রঋণ : Hugo Urlacher)
দারুন লাগল...। নাকিব দাদা... @ অভিষেক
ReplyDeleteধন্যবাদ।
ReplyDeleteঅভিষেক দা, আমার নাম নাকিব না, হবে নকিব
ReplyDeleteনকিব, ভালো লেগেছিল। এখানে জানালাম।
ReplyDeleteধন্যবাদ ভাই।
Deleteএখানেই এভাবে ভালো লেগে গেলো ......
ReplyDelete