বাক্‌ ১১৩ : শঙ্খচূড় ইমাম




সন্ধান

উরুতে বিভ্রম ভেঙে ফাঁস ফলাও
তোমার কেমন গতিহেনগ্নরাত

ব্যাকুল উড়াল চেপে
যে ডানা ছুড়েছিলো খুন
ঋণের আড়াল ঘোরে
সে তো মৈথুনের দান!

আমি তবে বলে দেইবুঁদের দাগে
বিষণ্নহেরঙিন রাত
খুলেছো মাটির কামিজ সুপ্তির ঝোঁকে
বেরিয়েছে ফণা দেহের দাহে


                                                (চিত্রঋণ : Aldo Luongo)

3 comments:

  1. অনবদ্য! এ কবিতা আমার আজীবন পাঠ্য থাকবে

    ReplyDelete
  2. খুব ভালো, হয়েছে এই লেখা...।@ অভিষেক

    ReplyDelete
  3. মেদহীন সুন্দর ও দর্শনময় কবিতা। ভাল লাগলো।

    ReplyDelete