বাক্‌ ১১৩ : সৈয়দ মেহেদী হাসান




কসমিক বাক্সের ঘ্রাণ
 
দাগগুলো আর্দ্রক বর্ণে গা লুকায় হরপ্পার নিম্নাঞ্চলে
জলছাপ ব্রা পরে দুঃখ চেপে রেখেছ বুকে
দিন ফোটার আগেই তা ছড়িয়ে গেল শহরে শহরে!

হেমন্তে বেড়াতে গিয়ে দেখি,
এলোমেলো বিছানার তলায় পরিত্যক্ত জখম
ভূগলের বগল উচ্ছে চাপা থাকতে চায়

কী কথা মানিব্যাগে লুকিয়ে ঘুরে বেড়াও?
কী দূরত্ব নট্যিক্যাল খসরায় মেপে ফেরো?
কী পরিচয় দাও বাড়ির গেটে?

বহুদূর অজ্ঞাত সৌরলোকের দিকে সরে গেছে যুবতীরা
বাটখারা টেনে তোলে মুইচ্ছানি আড়তের কবি-রাজ
পায়ে নোনা সমুদ্র আছাড় খেলো, লের্পাডের নখ জুড়ে কী উন্মুলগন্ধ
প্রবারণার পূর্ণিমায় রেড়ি মোম জ্বেলে অতীশের গেরুয়া; গুলি..

আমার মহুয়াগাছটিও মাঝেমাঝে হেঁটে গিয়ে নদীর মুখে ড়ে
কত ভেবেছি উপকূলের কথা বলবো, পূর্ণিমা গেলে
পাহাবেয়ে নেমে বো ঢালে-মানুষ মৃত্তিকায়-

বিস্ফোরিত কার্তুজ, উড়ে যাওয়া বনেরতিচিহ্ন
খুব দূর সমুদ্রে হতাহত-নিখোঁজের বিবরণ; পাঠ করে
আগন্তুক মাছরাঙার পা টেনে উড়ে যায় সংবাদপাঠিকা
বিহানে খরিপ মৌসুমের আংটিবদল করতে হাত কাটে কেউ কেউ
বাহাদুর শাহ, ধর্মের কাছে মানুষ হেরে গেছে......
তোমার শেষ বংশধরকেও গুলিকরেছে র‍্যাডক্লিপ
চলছে চুড়ান্ত যুদ্ধের ওঁকা

অপভ্রংশের ফুটনোট ছেলেবেলার হর্ষে তর্জনী ছুঁয়ে কথা বলে
আমাদের মৃত্যু পরোয়ানাই জাতীয় সনদ
জানি মৃত্যুর সময়ে মানুষের হাতে অন্ধকার থাকে
শেষ ইচ্ছা মুখে আনতে না পেরে রক্তবমি করছে দস্তয়ভস্কি?
দেখলাম নবী মুহাম্মদ আমার মরদেহে লোবান মাখাচ্ছেন
রবীন্দ্রনাথের সাথে দেখা হলে বললেন, কার কাছে ফিরে যাচ্ছ?
আমরা কসমিক বাক্সের ঘ্রাণ নাকে রেখে আঙ্গার তন্দ্রায় বুড়ো হই
স্নেহের কণ্ঠে ঢোক গিলে মেঘ, দেয়ালকে সরিয়ে দিয়েছেন বিশারদ
শুধু বর্ণমালা ড়ে আছে অজ্ঞাত বাড়ির গেটে

রবীন্দ্রনাথ আমি কোথাও যাচ্ছি না, পদতলে হাপর চালাচ্ছি

                                     

ভালোবাসা

বর্ষায় ভালোবাসা এসে বলল, বালক
বাহুবন্ধনীর পোড়া গন্ধ শুঁকেছ কখনো?
বালিকারা তখন ঝুপঝুপ অন্ধকারে ঝাঁপিয়ে ছে
মরক্কোর প্রিয় লেন ধরে জেনারেল আবদেলদ্রুজ
হুইস্কির বোতলে নাক ডুবালেন-কত পথ এখন সবুজ!
সন্ধ্যাযুগ ঘিরে ধরে সময়ের ন্দীপন
দীর্ঘ আলখেল্লায় জেগে ওঠে অর্ন্তবাসের ছাপ
তারপর কয়েকশ বছর ধরে খুঁজতে থাকে ভালোবাসা

ডুবদেয়
তুলে আনে একান্নবর্তী সংসার
ডুব দেয়
তুলে আনে মিশরের হেরেম
ডুব দেয়
তুলে আনে ইশ্বরের মরদেহ
(যে ইশ্বর প্রেমের কারণে আবিষ্কার করেন আত্মহনন)

ডুবুরিদল এবার একসাথে ঝাঁপ দিল
কিন্তু জেগে উঠলো না কেউ...
সেই প্রথম প্রেমে নিমজ্জিত,
বুঝলো ভালোবাসা...

ভালোবাসা হলো অন্ধকার
যেখান থেকে কেউ ফেরে না

                                                                           (চিত্রঋণ : Martin La Spina)

No comments:

Post a Comment