জেনি গোমেজ
তোমার হৃদপিন্ড চলে নাই, তাই ছুরিতে নিজের হৃদপিন্ড কেটে কিছু অংশ তোমারে দিব।ভূমির উপরে যে অন্যমনস্ক থেমে আছে নীল, এইসব নীল কি জেনির চোখের বিষণ্ণতা, নাকি হরিণ? তোমার নিশ্বাস ঘন হয়ে আসে, ছোট হয়ে আসে তোমার শ্বাস, আহা রে জেনি গোমেজ আমার হৃদয় থেকে রক্ত ঝরে। তুমি বাঁচো নাই বোন, পৃথিবী তোমারে রাখে নাই কাছে— স্বর্গ থেকে তোমার মুখটা হাসে না কাঁদে—এই পরান কেটে কিছু অংশ আমি তোমারে দিব।
জেনিদের সংসার
ফড়িঙের কথা বলি এক, জলের ওপরে
থেমে আছে, স্থির লালনীল— আছে বহুক্ষণ
ডিঙি নিয়ে সেথা আসে জেনি, সরু ছায়া পড়ে
জলজপাতায়— রোদেঘেরাযেখানেজীবন
থেমে আছে, স্থির লালনীল— আছে বহুক্ষণ
ডিঙি নিয়ে সেথা আসে জেনি, সরু ছায়া পড়ে
জলজপাতায়— রোদেঘেরাযেখানেজীবন
মাছরাঙা উড়ে যায় ঠোঁটে নিয়ে কোরকিনা
মাছ, আর তুলাগাছ— থেকে যেন ঝরে মেঘ
জাল নিয়ে জেনি প্রতিদিন এখানে আসে না
আদৌ কি সে এড়াতে পারবে নিয়তি অমোঘ?
মাছ, আর তুলাগাছ— থেকে যেন ঝরে মেঘ
জাল নিয়ে জেনি প্রতিদিন এখানে আসে না
আদৌ কি সে এড়াতে পারবে নিয়তি অমোঘ?
নিয়তি এরকম— সেথা কে রোগেশোকে বাঁধা
শ্বাস টেনে নিতে নিদারুণ তার কষ্ট হয়
ঘরে রোজ বাজার থাকে না, ভুলে থাকে ক্ষুধা
ডিঙি নিয়ে বিলে আসে— মাছধরার আশায়
শ্বাস টেনে নিতে নিদারুণ তার কষ্ট হয়
ঘরে রোজ বাজার থাকে না, ভুলে থাকে ক্ষুধা
ডিঙি নিয়ে বিলে আসে— মাছধরার আশায়
ছোটমেয়েটি হঠাৎ বড়— জেনির মা ভাবে
মেয়ের জন্য চোখের পানি সে ফেলে নীরবে
মেয়ের জন্য চোখের পানি সে ফেলে নীরবে
(চিত্রঋণ
: vladimir makovsky- 1874)
No comments:
Post a Comment