পেটকাটি কবিতার আকাশে
এসেছি কি আসিনি
নাকি পুরোটাই জলজ্যান্ত ভ্রম
সিন্ধু পেরিয়ে আমরা
গঙ্গা ছুঁয়ে ছুঁয়ে
নাকি ইথিওপিয়ার কুয়েতো নদীর
পশ্চিমতীরের আজন্ম এই গ্রাম
ওংগোটা ভাষার কান্না
কী করে সংস্কৃত চুঁয়ে
জেগে ওঠা বাংলাভাষার কানে
সর্ষের মধ্যে ভূত
না গোটা ব্রহ্মাণ্ড?
দিপদিপ করে উঠছে ভাষার আঙুলটা
এখনি অবশ হয়ে যাবে
এমন আজব চিন্তার কোঁচকানো
দর্পণের নখ কী দেখতে চাইছে?
একটু আলোতে চোনা প্রয়োজন
ছায়াও ঘাবড়ে যাবে
দর্শনের মরা লাশ
পেটকাটি কবিতার আকাশে
(চিত্রঋণ : নন্দলাল বসু)
শেষ তিন লাইন অদ্ভুত !
ReplyDelete