বাক্‌ ১১৩ : সৌগত বালী




এলডোরাডো 

যাদুকরটি কর্পোরেশনের দায়িত্ব পেলে শহরটার ফার্টিলিটি নষ্ট হয়
লোকটা বোঝেনা
অথচ উপপথ পেরতে পেরতে শুচিবায়ুময়
নালাবাড়িটি
ডিজাস্টার ম্যানেজমেন্টের রাতে যখন হাঁটুজল টয়লেট
ফুলে ফেঁপে উঠছিল লার্ভার জীবনচক্র
তখনতো একাকিনী চাঁদ মশারিতে রাত কাটাচ্ছে ভেবে
স্কাইস্ক্যাপারের মাথা প্রীতিলতা
কিম্বা সেও আজন্ম আগলে রাখা বিভাজিকার জলাজংলাটি
কৃষিবিদ্যার কাজে লাগবে ভেবে যাদুকরটিকে হাইড্রোস্ট্যাট বোঝাতে চেয়েছিল
কর্পোরেশনের সমস্ত নর্দমার এসে জমে উঠছিল নালাবাড়িটি
রাজপথ ফুটপাথ অনুগলি হাই অলটিটিউট সিম্পটম গলে পচে উঠছিল নেক্রোসিস
নতুবা অহোরাতে একতলার গুমঘরটির ক্রমান্বয়ে নাকডাকা
দেখেছিল সে যাদুকরটি ডানহাতটা ছোঁয়ালেই
অথচ লোকটা

                                                                        (চিত্রঋণ : Andy Warhol)

1 comment: