কাঁচ গড়াবার গল্পনা
অকস্মাৎ পর্দার খেয়ালে
মোচন হচ্ছে জানলা,
মাউথ অর্গানের নিখোঁজ পোষ্টার
জেনা গ্লাসের মাত্রা জায়দাদ
কাঁচ কোনো শব্দ নয়
ব্যঞ্জনার তীরে বসে থাকা ঘন অসুখের
সানসেট
কবেকার ক্লাসে কাঁচ গড়াবার গল্প
শুনেছিলাম
এখন আমাকে টুকরো করার গল্প শিখতে হয়
রোবট
অ্যাপেনডিক্স কাটা ভিলেজ
চোখের কাছে ব্রীজের
ঝুলন্ত সহজপাঠ
চিকিৎসার পতঝড়ে গাঢ় হয়ে আসা রোবট
রোবট তৈরির কারখানা
হিডকো মোড় পেরোলে
ধ্রুবকের মিউট শাখায় খড়িবাড়ির মফঃস্বল
নেমেসিস
সংরক্ষিত আর্সেনালের বুকে
গোলার মজুত
ফুটলে ফুটে যাবো পাহারা
দিকনির্ণয়ের
রি ভিশনে
অস্ত্র ক্রোমাটিক, অস্ত্র নাদান
চঞ্চুতে আগুন শিখলে
অবয়ব ভাসা নুড়ির মতন নেমেসিস
চিড়িয়াখানা
কামড়ের সাথেই কিমা হচ্ছে রাস্তা
ম্যাকাও আস্তরণে চিড়িয়াখানার জন্মদিনগুলো
বসিয়ে দিয়েছি ব্রাকেটের নার্সারীতে
খবর হয়নি তখনও
নিউজরুমে উ্ল্টে যাচ্ছে কাঁচি
জ্বরের জড়তার হাইপার টেক্সট
এই তো কালির শীৎকারে
থেতলে যাচ্ছে বারান্দার অ্যাস্টেরিস্ক
(চিত্রঋণ : Nelson Aquini)
ঘন অসুখের সানসেট ,
ReplyDeleteকামড়ের সাথেই কিমা হচ্ছে রাস্তা ,সুপার্ব লেখছ দাদা
ঘন অসুখের সানসেট ,
ReplyDeleteকামড়ের সাথেই কিমা হচ্ছে রাস্তা ,সুপার্ব লেখছ দাদা
সবকটিই দুর্দান্ত .. কাঁচ ভাঙা থেকে বারান্দার অ্যাস্টেরিক্স অবধি একটা জার্নি মনে হলো .. দারুণ
ReplyDeleteকামড়ের সাথেই কিমা হচ্ছে রাস্তা
ReplyDeleteম্যাকাও আস্তরণে চিড়িয়াখানার জন্মদিনগুলো
বসিয়ে দিয়েছি ব্রাকেটের নার্সারীতে -- বেশ দুর্দান্ত
বাহ।
ReplyDeleteবাহ। তবে এর থেকেও তোমার ভালো লেখা পড়েছি।
ReplyDeleteদারুন সব কবিতা। শুভ কামনা ভাই
ReplyDeleteবাহ। তবে এর থেকেও তোমার ভালো লেখা পড়েছি।
ReplyDeleteএত সময় পরে পড়ে দেখলাম। একই রকম অসাধারণ লাগছে।
ReplyDeleteথেতলে দেওয়া ভাষা।। তোর মতই ঠিক...ভালো ভায়া...। @ অভিষেক
ReplyDelete১ম, ৪থর্, বেশি টানলো।
ReplyDeleteভাষার ব্যবহার ,সঙ্গে কাব্যভাবনা সমগতিতে
ReplyDelete