খোসা
হাড়ে হাড়ে
টের পাচ্ছি
এমন একটা জ্যোৎস্নায় আঘাত লেগেছে
চাঁদ ফুলে আছে তাই,
এতক্ষন একটা অন্ধকার শুনছিলাম
রেডিওর ঝিরঝির থেকে একটা জঙ্গল
নিভিয়ে দাও
আমার নিশিতে কেউ চিনি ঘুলিয়ে দিলেই
হতে পারে সকাল
আর চোখে কেমন বয়েল হয়ে যাচ্ছে শ্মশান
ধরে রাখি এইসব, ধরে ধরে বারান্দা ঘুরে আসি
ঘুরে আসি মহল্লা, কুকুরের গলায় প্রেম ঘুরিয়ে আনি
তোমাদের বাদামের খোসার মতো উড়িয়ে দিলে
পেট ব্যথা করে ।
এমন একটা জ্যোৎস্নায় আঘাত লেগেছে
চাঁদ ফুলে আছে তাই,
এতক্ষন একটা অন্ধকার শুনছিলাম
রেডিওর ঝিরঝির থেকে একটা জঙ্গল
নিভিয়ে দাও
আমার নিশিতে কেউ চিনি ঘুলিয়ে দিলেই
হতে পারে সকাল
আর চোখে কেমন বয়েল হয়ে যাচ্ছে শ্মশান
ধরে রাখি এইসব, ধরে ধরে বারান্দা ঘুরে আসি
ঘুরে আসি মহল্লা, কুকুরের গলায় প্রেম ঘুরিয়ে আনি
তোমাদের বাদামের খোসার মতো উড়িয়ে দিলে
পেট ব্যথা করে ।
শিশু
মেঘ, অভিমান কোরো না
আমার ঘরেও পিঁপড়েদের পাহাড় আছে
বৃষ্টি রোজ সেখানে বসে ছায়া ছায়া আচরণ করে
এমন একটা ভান করছে
যেন এবছর বাদবাকি পাওনাটুকু পাখির পালক থেকেই মিটিয়ে দেবে
তোমার কানের উষ্ণতা বেড়ে গেলে
আমার ঘরেও পিঁপড়েদের পাহাড় আছে
বৃষ্টি রোজ সেখানে বসে ছায়া ছায়া আচরণ করে
এমন একটা ভান করছে
যেন এবছর বাদবাকি পাওনাটুকু পাখির পালক থেকেই মিটিয়ে দেবে
তোমার কানের উষ্ণতা বেড়ে গেলে
শিশুদের বুদবুদ ফেটে সূর্য্য
চুঁইয়ে পড়ে
(চিত্রঋণ : যোগেন চৌধুরী)
dutoi notun bhabnay ...bhalo laglo
ReplyDelete