বাক্‌ ১১৩ : প্রদীপ কুমার ঘোষ




০ তরঙ্গ

পায়রা ওড়ো। পায়েরা ওড়ো।
জগৎ গোবরঘন্টপচাকম্পোস্ট
পেপারওয়েট সরলে : গন্ধমাদন
রামেশ্বর পাথর। জলে ডোবে না শুধু মৃত্যু।
একটা গ-অন্ধ গর্দভ।
একটা চন্দ্রবিন্দু টার্ন।
বৈপ্লবিক সিঁথেয় হিমোসায়ানিন চান
বিধ(বা)বিধবা। সরে যায় শরীরের প্রকোষ্ট থেকে
এলোকেশের ছটা। খাবারথলির মৌ।
এটিপি-র ক্যাপসুল। বেঁচে থাকার নুন।
এরপরও বলবে -
মাটিতে মশাঝাঁপ = সিসমিক P-S-L?


বাঁকের নাম ক্লাইম্যাক্স

বাঃ বাঁক! গুড়ুম করে গুলি।
মিডনাইট পিশাচ। ডোমঘরের থিসিস।
রকফেলারের ধন।
গনগনে আগুন।
আত্মাহুতি উৎসবের নাম
               রাইড অন টপ।
গ্লিসারিন চমকালেই : ১/২ বয়েল রোধ।
                                ১/২ বয়েল তড়িৎপ্রবাহ।
ঊরুগুরুঊরুগুরু : পেরোচ্ছো নদী : বুকদুরুবুকদুরু।



অপরাপরিস্থিতি

চুপ। সাড়ে বারো আনা মুখ বন্ধ।
         তলপেট খসাও।
মাঝির সাথে গোপনে একটা শলা।
                     |
মাঝদরিয়া। জল এখানে টগবগে মাগি।
                     |
মাঝি মরে গেল। নৌকা ডুবলো।
সওয়ারি। তোমার কোনো দোষ ছিল না।
       দোষ ছিল তো পরিস্থিতির।


বেড সিঙ্কনেস

পিসতুতো বিছানায় মাসতুতো শরীর।
দেওয়াল থেকে ভূমি সরিয়ে নিলে - অকপট ধ্বস।
উচ্চ। উচ্চউচ্চ। রসের উৎস্রোত। যেতে হবে আরও
V আকৃতির ঠ্যাং, I আকৃতির সেলফি
এড়িয়ে যেতে হবে ডেল্টা আকৃতির দুধের বাঁট।
উম্মাউষ্ণউষ্ণউম্মা -
রাজধানী ঝরে গেলে : পুস আপ্
ডাউন।


                                        (চিত্রঋণ : Mirta Benavente)

7 comments:

  1. বাঃ বাঁক গুড়ুম করে গুলি । পিসতুতো বিছানায় মাসতুতো শরীর , চমৎকার

    ReplyDelete
  2. বাঃ বাঁক গুড়ুম করে গুলি । পিসতুতো বিছানায় মাসতুতো শরীর , চমৎকার

    ReplyDelete
  3. প্রদীপদা ক্যায়া বাত !!

    ReplyDelete
  4. Aporapotisthiti ta valo laglo ...

    ReplyDelete
  5. চমৎকার ভাষা... নতুন ভাষা... @ অভিষেক

    ReplyDelete