০ তরঙ্গ
পায়রা ওড়ো।
পায়েরা ওড়ো।
জগৎ গোবরঘন্টপচাকম্পোস্ট
পেপারওয়েট সরলে : গন্ধমাদন
রামেশ্বর পাথর। জলে ডোবে না শুধু মৃত্যু।
জগৎ গোবরঘন্টপচাকম্পোস্ট
পেপারওয়েট সরলে : গন্ধমাদন
রামেশ্বর পাথর। জলে ডোবে না শুধু মৃত্যু।
একটা গ-অন্ধ
গর্দভ।
একটা চন্দ্রবিন্দু টার্ন।
একটা চন্দ্রবিন্দু টার্ন।
বৈপ্লবিক সিঁথেয়
হিমোসায়ানিন চান
বিধ(বা)বিধবা। সরে যায় শরীরের প্রকোষ্ট থেকে
বিধ(বা)বিধবা। সরে যায় শরীরের প্রকোষ্ট থেকে
এলোকেশের ছটা।
খাবারথলির মৌ।
এটিপি-র ক্যাপসুল। বেঁচে থাকার নুন।
এটিপি-র ক্যাপসুল। বেঁচে থাকার নুন।
এরপরও বলবে -
মাটিতে মশাঝাঁপ = সিসমিক P-S-L?
মাটিতে মশাঝাঁপ = সিসমিক P-S-L?
বাঁকের নাম ক্লাইম্যাক্স
বাঃ বাঁক! গুড়ুম
করে গুলি।
মিডনাইট পিশাচ। ডোমঘরের থিসিস।
মিডনাইট পিশাচ। ডোমঘরের থিসিস।
রকফেলারের ধন।
গনগনে আগুন।
গনগনে আগুন।
আত্মাহুতি উৎসবের
নাম
রাইড অন টপ।
রাইড অন টপ।
গ্লিসারিন
চমকালেই : ১/২ বয়েল রোধ।
১/২ বয়েল তড়িৎপ্রবাহ।
১/২ বয়েল তড়িৎপ্রবাহ।
ঊরুগুরুঊরুগুরু :
পেরোচ্ছো নদী : বুকদুরুবুকদুরু।
অপরাপরিস্থিতি
চুপ। সাড়ে বারো
আনা মুখ বন্ধ।
তলপেট খসাও।
তলপেট খসাও।
মাঝির সাথে গোপনে
একটা শলা।
|
মাঝদরিয়া। জল এখানে টগবগে মাগি।
|
মাঝি মরে গেল। নৌকা ডুবলো।
|
মাঝদরিয়া। জল এখানে টগবগে মাগি।
|
মাঝি মরে গেল। নৌকা ডুবলো।
সওয়ারি। তোমার কোনো দোষ ছিল না।
দোষ ছিল তো পরিস্থিতির।
দোষ ছিল তো পরিস্থিতির।
বেড সিঙ্কনেস
পিসতুতো বিছানায়
মাসতুতো শরীর।
দেওয়াল থেকে ভূমি সরিয়ে নিলে - অকপট ধ্বস।
দেওয়াল থেকে ভূমি সরিয়ে নিলে - অকপট ধ্বস।
উচ্চ। উচ্চউচ্চ।
রসের উৎস্রোত। যেতে হবে আরও…
V আকৃতির ঠ্যাং, I আকৃতির সেলফি
V আকৃতির ঠ্যাং, I আকৃতির সেলফি
এড়িয়ে যেতে হবে
ডেল্টা আকৃতির দুধের বাঁট।
উম্মাউষ্ণউষ্ণউম্মা
-
রাজধানী ঝরে গেলে : পুস আপ্ → ডাউন।
রাজধানী ঝরে গেলে : পুস আপ্ → ডাউন।
(চিত্রঋণ : Mirta Benavente)
বাঃ বাঁক গুড়ুম করে গুলি । পিসতুতো বিছানায় মাসতুতো শরীর , চমৎকার
ReplyDeleteবাঃ বাঁক গুড়ুম করে গুলি । পিসতুতো বিছানায় মাসতুতো শরীর , চমৎকার
ReplyDeleteচমৎকার ।
ReplyDeleteপ্রদীপদা ক্যায়া বাত !!
ReplyDeleteAporapotisthiti ta valo laglo ...
ReplyDeleteসুন্দর
ReplyDeleteচমৎকার ভাষা... নতুন ভাষা... @ অভিষেক
ReplyDelete