বুলেটবিদ্যা
১
মৃত দেয়ালে লেগে থাকা পুরোনো বাতাসের গন্ধ
নাইটকুইন শাড়ির নিচে উঁচুনিচু রাস্তায় মিছিলের আগুন।
কেবল মাছেদের শেওলা খাবার অভ্যাসগুলো গাঢ় হতে
দেখার পর
শরীর থেকে খসে পড়ে মোমের আস্তিন...আমিও
আমাদের ঘুমগুলো যান্ত্রিক দরোজার ওপাশেই
বিরাজমান।
২
বিপন্ন বুলেটের আঘাত ছিন্ন শহরের দগদগে চামড়া।
যদিও পৃথিবী শব্দটি বিশাল
– আমাকে খুঁজতে হয়
সঙ্গীতবিদ্যার শিক্ষক।
এরপর
– পরস্পর সুরের তাবু টাঙিয়ে দীর্ঘ জনপদ পাড়ি
দেবার মত
মেলোডিক যন্ত্রপাতি
কর্পোরেট কনডমের বিপরীত উৎস
...
৩
পরিচিত শব্দের মাঝে শিশু হয়ে যাই। ছেঁড়া তন্তুর বিষাদে
আমাদের ধর্ষিত আলোর মতোন নাভির নিম্নভাগের
একুশে তিল...যাবতীয় গোপনীয়তা কুয়াশার ভাঁজে লুকিয়ে
থাকে মৌসুমীবায়ু।
(চিত্রঋণ : হেমেন্দ্রনাথ মজুমদার)
ভালোলাগলো
ReplyDeleteচমৎকার ।
ReplyDeleteভালো, একটু বেশিই
ReplyDeleteE Tumi kemon Tumi ....lekhai change esche ....valo ...
ReplyDeleteঅসাধারণ।
ReplyDeleteভালোলাগা।
ReplyDeleteদারুণ কবিতা
ReplyDelete