কোমল একটা সা লিখতে চেয়েছি কবিতায় কত…
অসফল কলম বেজেই যায় কষ্টের নিধাপা… নিনিধা
জানিনি…জানি
জানিসা…জানি
অমন লেখা লিখতে পারি না
কষ্ট বাজে হারমোনিয়ামে
পথে পথে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে কষ্ট
বাড়ি ফেরে… বাড়ি ফেরে…
নিনিসা…
লেখা হয়না কিচ্ছু।
আলো-অন্ধকার
অদ্ভুত রাত
আশ্চর্য তাঁত
ছটফটে ছটফটে
আলোআলো ছুলি
জলরঙ আর তুলি
ফুটফুটে
শ্রাবণের রাত
দরবারি রাগে ভিজতে থাকে টুনিবাল্বগুলো
ইশ্কজলে ফুবে ভিজে ঠোঁট ফুলিয়ে নিভে যায়।
বাবা-মা
হেলো হেলো…
মাইক টেষ্টিং
রাস্তার ভিড় কামড়ে বাবা বিয়ে করতে আসছে, হলদিবাড়ি
মার চোখ বাগান।
ডালে ডালে ফুটে ফুটে উঠছে চাঁদ
এখন চাঁদ বুড়ো হয়ে যাওয়া
এখন চাঁদ ধোঁয়া ধোঁয়া হাওয়া
চাঁদ বুড়ো হয়ে যাক
চাঁদ গুঁড়ো হয়ে যাক
বাবামা সাতপাকে ঘুরতে থাকে আমাকে আর ভাইকে নিয়ে।
বৃষ্টি সাক্ষী….
(চিত্রঋণ : রেনেসাঁ)
লেখা লেখা আরও লেখা
ReplyDeleteহেলো হেলো
ReplyDeleteমাইক টেস্টিং
সা নি ধা পা
পা মা গা রে সাঁ
বাবা মা লেখাটি ও ছবি ভাল লাগল আমার বেশি;@ অভিষেক
ReplyDeleteএক কথায়, অনেক ভালো লেখা। নতুন কিছু.....
ReplyDeleteবাবা-মা দারুণ, বাকি দুটোও বেশ লাগল।
ReplyDeleteমাইক টেস্টিং
ReplyDeleteতোমার কবিতা আমাকে বেশ টানছে, বেনেসাঁ।
ReplyDeleteবাবা মা ভালো
ReplyDelete