যোগব্যায়াম
ইট সাজাতে সাজাতে দেখি
বাড়ি না, এ এক মস্ত হাঁ
মস্ত এক জিভ নিয়ে।
সামান্য খুদ সামান্য কুঁড়ো হিমসিম
বাড়ি না মস্ত হাঁ
চলো জিভে তোমায় আজ যোগ ব্যায়াম দিই ...
পোকা
বাইরে প্রশ্নেরা ঘুরে বেড়ায়
ঘুরে বেড়ায় পরীক্ষার ভয়
দীর্ঘ দিন শুয়ে থাকতে থাকতে
ঘামে ময়লায় গন্ধে
বেডকভারের ফুলও বিষাক্ত হয়ে ওঠে... ভয় দেখায়
অন্ধকার থেকে আলোগুলো ভাবলে
নিজেকে পোকামাকড় মনে হয়।
(চিত্রঋণ : যোগেন চৌধুরী)
পোকা চমৎকার লাগল@ অভিষেক ঘোষ।
ReplyDeleteপোকা আমার খুব মনে ধরেছে
ReplyDeletePoka
ReplyDeleteবাড়ি না মস্ত হাঁ
ReplyDeleteচলো জিভে তোমায় আজ যোগ ব্যায়াম দিই... অসাধারণ সনৎ
দুটো কবিতাই খুব ভালো লাগলো
ReplyDeleteখুব মজা পেলাম 'বেড কাভারের ফুল বিসাক্ত হল' বলে। দারুণ!
ReplyDeleteভালো।
ReplyDelete
ReplyDeleteঅন্ধকার থেকে আলোগুলো ভাবলে
নিজেকে পোকামাকড় মনে হয়।
--- তাইতো আলোর দিকেই মানুষ ধায়
পোকাটি অন্যরকম,ভালো লাগলো বেশ!
ReplyDeleteআনন্দধ্যেব খল্লিমাননি ভুতানি জায়ন্তে আআনন্দের জন্যই কবিরা লেখেন,পাখি আনন্দেই গায়, শ্রোতাদের উদ্দেশ্যে নয়।
ReplyDeleteআনন্দধ্যেব খল্লিমাননি ভুতানি জায়ন্তে আআনন্দের জন্যই কবিরা লেখেন,পাখি আনন্দেই গায়, শ্রোতাদের উদ্দেশ্যে নয়।
ReplyDelete